বালির নদী

লেখকঃ তাজউদ্দীন আহমেদ

ভাইরাল হওয়া বালির নদীর ভিডিও নিশ্চয় অনেকেই দেখেছেন।

ক্যাপশনে লেখা থাকে,"মরূভূমির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বালির নদী!
প্রকৃতির কি অপার খেলা!"

এই ক্যাপশন ভুয়া।
চরম মাত্রার ফালতু ও ভুয়া তথ্য।

জায়টা বালির নদী টাইপের কিছু না।মরুভূমির River bed এর মধ্যে দিয়ে শিলা বয়ে যাওয়ার দৃশ্য। River bed গুলো সাধারণত মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া তীব্র স্রোতের কারণে তৈরি হয়।জায়গাটিতে ওয়েদার চেঞ্জের কারণে শিলাবৃষ্টি হয়েছিল,যা মাঝেমধ্যেই হয় সেখানে।শিলাবৃষ্টি হওয়ার পর শিলাগুলো দ্রুতবেগে সেই River bed দিয়ে যাচ্ছে,যেগুলো তখনও গলেনি।

এই শিলা যাওয়ার দৃশ্যটাকেই বালির নদীর বালি বয়ে যাওয়ার দৃশ্য বলে গুজব রটিয়েছে অপবিজ্ঞানীরা।
 https://www.tutor2u.net/geography/blog/the-iraq-sand-river-explained

https://m.huffingtonpost.in/2015/11/18/sand-river-iraq-hailstone_n_8589122.html

তাজউদ্দীন আহমেদ,
ব্যাঙের ছাতার বিজ্ঞান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন