ছবি দেখে আসলেই কী বোঝা সম্ভব আপনি কতোটা স্টেসে আছেন!

লেখকঃ রওনক শাহরিয়ার 


একটা অপটিক্যাল ইলিউশনের ছবি প্রায়ই অনলাইন ও বিভিন্ন ফেসবুক গ্রুপে ঘুরে বেড়াতে দেখা যায়, যেখানে দাবি করা হয় এই ছবি দেখে স্টেস নির্ণয় সম্ভব।
সাথে চটকদার দুই লাইন থাকে এমন যে, ছিটা জাপানের নিউরোলজিস্টরা তৈরী করেছেন। ছবির দিকে….. 

এই ছবিটা মূলত ভাইরাল হয় ২০১৮ সালে, ফেসবুক, র‍্যাডিট, টুইটার সব জায়গাতেই অগণিত বার শেয়ার করা হয়েছে। এর ধারায় বাংলা ফ্যাক্ট তৈরীকারকরা তথ্য যাচাই ছাড়া এটা ভাইরালের দায়িত্ব নিয়েছিল।

এর পেছনে আসলে কোনো রহস্য নেই। সাধারণভাবে তাকিয়ে থাকলে নাড়াচড়া করতে দেখবেন একে। নেটে সার্চ দিলে হাজারো এমন কিছু পাওয়া যাবে অপটিক্যাল ইলিউশান এর।

এখন মূল কথায় আসা যাক। এত কিছু বলে প্রচার করা হয় 
অথচ ভেতরের কাহিনী সম্পুর্ণ ভিন্ন।  'yuryfrom' নামক ব্যক্তি তৈরী করেন, যিনি Ritsumeikan Uniersity এর ফিজিওলজি এর প্রফেসর।
Akioshi Kitaoka ইফেক্ট ব্যবহার করে ছবিটা তৈরী সর্বপ্রথম ২০১৬ সালে এডোবিতে এই ছবিটা তৈরী করা হয়, এবং মূল উদ্দেশ্য ছিল সাইকোলজি বিষয়ে রিসার্চের কাজে এটা সাহায্য করবে। তার রিসার্চের বিষয়ই এই সব ইলিউশন নিয়ে। এখানে তার কাজের নমুনা দেখতে পারেন- 
http://www.ritsumei.ac.jp/~akitaoka/index-e.html

ছবির সুত্রপাত হওয়া ইনিশটা ছবি, সেখানে গবেষক এমন দাবি করা হয় নি।- 
https://www.instagram.com/p/BqVQ1fjBF2E/

এখন জাপানি সেই ফিজিওথেরাপিস্ট Yamamoto Hashima সম্পর্কে আসা যাক, তিনি আসলে কে?
এই নামের কোনো ব্যক্তির আসলে অস্তিত্বই নেই।


এই ইলিউশন টেস্ট মানসিক স্টেস বা এমন কিছুর বহিঃপ্রকাশ বা পরিমাপ কখনও করা যায় না। 
এই বিষয়ে কোনো রিসার্চ নেই, বা বৈজ্ঞানিকভাবে দাবিও করা হয় নি কখনও। এটা আর্টিস্ট তৈরী করেছিলেন, যারা জাপানের হ্যান ত্যান দাবি করেছিল সব ভুয়া তথ্য বৈ কিছু নয়। 

সোর্সঃ
https://www.snopes.com/fact-check/stress-image-measure/
https://www.bbc.co.uk/bbcthree/article/1309b623-ec96-4213-a54b-0f0699fbd1c8
https://www.google.com/amp/s/amp.usatoday.com/amp/5177555002

রওনক শাহরিয়ার, 
ব্যাঙের ছাতার বিজ্ঞান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন