লেখকঃ সমুদ্র জিৎ সাহা
ভূমিকম্প প্রতিরোধে জাপানীদের তৈরি বাতাসে ভাসমান বাড়ির প্রযুক্তির নামে একটা ছবি দিয়ে নিউজফিড ভরে গেছে মোটামুটি। এই প্রযুক্তি আসলেই এক্সিস্ট করে, তবে ম্যাগনেটিক বা কোন সাই-ফাই প্রযুক্তি দিয়ে না। ভূমিকম্প ডিটেক্ট করলে এয়ার পাম্প দিয়ে বিশেষভাবে বানানো বাসার ভিত্তির নিচে হাই প্রেশারে বাতাস পাম্প করা হয়। যার ফলে বাসা প্রায় ৩ সেমি উপরে ভেসে উঠে, ভুয়া ছবিটার মত কয়েক ফুট উপরে না। এই প্রযুক্তি ইতিমধ্যে জাপানের অনেক বাসায় ব্যাবহার করা শুরু হয়েছে। বামের ছবিটা ভুয়া। ডানের দুটো আসল।
বামের ছবিটার মূল উৎস খুঁজে পেলাম না। কোন সাই-ফাই বাসার মডেল এটা শুধুমাত্র। এরকম বাসা বানানোর মত প্রযুক্তি এখনো রেডি না। অনেক শক্তিশালী চুম্বক অথবা অনেক ব্যায়বহুর তড়িৎ চুম্বক আর সূক্ষ স্ট্যাবিলিটি লাগবে।
তথ্যসূত্র: https://inhabitat.com/japanese-levitating-house-system-could-protect-homes-from-earthquakes/
সমুদ্র জিৎ সাহা,
ব্যাঙের ছাতার বিজ্ঞান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন