লেখকঃ নাইম হোসেন ফারুকী
ছবিঃ সমুদ্র জিৎ সাহা
পৃথিবী নিজেই তো হয়েছে নেবুলা থেকে, সেখানে নানান জাতের মৌল এসেছে সুপারনোভা বিষ্ফোরণের পর। চলো দেখে আসি কোন মৌল কোথায় হয়েছে।
১. হাইড্রোজেন, কিছু হিলিয়াম আর সামান্য লিথিয়াম তৈরি হয়েছিল বিগ ব্যাং এর পর পর।
২. মেইন সিকোয়েন্স স্টারে (সূর্যের মতো) হাইড্রোজেন ফিউশান হয়ে হিলিয়াম হয়।
৩. রেড জায়ান্ট স্টারে (সূর্য একসময় হবে এরকম) লোহা পর্যন্ত মৌলগুলো হয়।
৪. লোহা আর তার পরবর্তী ভারী ধাতুগুলো হয় বিশাল দানবতারা মরার সময়, সুপারনোভা বিষ্ফোরণে।
আর এই নক্ষত্র বিষ্ফোরণের পর নেবুলা থেকে সৌরজগতের জন্ম।
নাইম হোসেন ফারুকী,
ব্যাঙের ছাতার বিজ্ঞান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন