সত্যিই কী মাটি থেকে রক্ত বের হয়েছিল?

লেখকঃ রওনক শাহরিয়ার 


ফেসবুক হঠাৎ একটা ভিডিয়ো ভেসে বেড়াতে দেখা গেল। কাবা পাশে রক্তাক্ত কিছু স্থান, দাবি করা হচ্ছে কয়েকদিন আগে এটা নাকি মাটি থেকে বের হয়েছে!


ভিডিয়োতে তাকলে স্পষ্ট বোঝা যায়, এটা পুরাতন ভিডিয়ো। মক্কা নগরি পুরোটা রেস্ট্রিকশন এখন, স্থানীয় মানুষ প্রবেশ করতে পারে তাও নির্দিষ্ট দূরত্বে, সেফটি গিয়ার সহ। আর ২৪/৭ শতাধিক ক্যামেরা থাকা সত্ত্বেও, মোবাইল ফোনের ভিডিয়ো দেখে সন্দেহ আরও ঘন হলো।


আরবের গালফ নিউজের সূত্রে জানা যায়, ভিডিয়োটা বেশ পুরাতন। কাবার পাশে মার্বেল টাইলেস ওপর রক্ত মূলত এক ৫০ আফ্রিকান বৃদ্ধের, যিনি হজ্জের সময় এসে পদলদিত হয়ে আহত হয়েছিল। তাকে স্থানীয় হাসপাতালায়ে নেওয়া হয় দ্রুতই।


এছাড়াও ফেসবুকে সৌদির এক মুখপাত্র পোস্টে গুজব ছড়ানোর বিষয়টা নিশ্চিত করেছেন। এবং এই রকমের তথ্য এড়িয়ে যাওয়ারও পরামর্শ দেন।


সোর্সঃ https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-denies-blood-at-kaaba-rumour-1.2098694


https://arynews.tv/en/saudi-security-forces-viral-splattered-blood-picture/amp/


রওনক শাহরিয়ার, 
ব্যাঙের ছাতার বিজ্ঞান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন