লেখকঃ সাদিদ মোস্তফা
ভিডিয়োটি সম্পুর্ণ Fake।
এবং পুরোটাই Computer Generated।
Aleksey__nz নামের একটি টিকটক একাউন্ট থেকে 14/05/2021 তারিখে ভিডিয়োটি পোস্ট দেওয়া হয়। সেখানে ভিডিয়োটি 10million view পায় মাত্র ৬ দিনের ভিতরেই।
এভাবেই ভাইরাল ভিডিওটি ফেসবুকেও ছড়িয়ে পড়ে। অনেকেই অনেকভাবে জিনিসটি ব্যাখ্যা করার চেষ্টা করে।
অনেকে বলছে এটি ISS (International Space Station),,
আবার অনেকেই বলছে এটা Alien Spaceship,,
আসলে ভিডিয়োর কোনো ভিত্তি নেই।
Aleksey একজন CGI Artist তিনি এরকম আরো ভিডিও দিয়েছেন যা দেখতে অত্যন্ত Realistic । যদিও ভিডিওটি Fake তবুও তার এই Realistic CGI এর প্রশংসা করতে হয়।
ভিডিওটির Origin :-
টিকটক-
https://www.tiktok.com/@aleksey__nz
ইনিশটা-
https://instagram.com/aleksey__n?utm_medium=copy_link
আর আর্টিস্টের সাথের কথোপকথন ছবিতে।
সাদিদ মোস্তফা,
ব্যাঙের ছাতার বিজ্ঞান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন