পৃথিবী ঘোরা সত্যেও আমরা পরে যাই না কেন?

নাইম হোসেন ফারুকী 




আমরা জানি,


পৃথিবীর বিষুবীয় ব্যাসার্ধ, r = 6378 km


পরিধি, 2πr = 40074 km = 40074 * 1000 m


এই দূরত্ব পৃথিবী অতিক্রম করে।


24 ঘন্টায় = 86164 সেকেন্ডে।


তার মানে পৃথিবীর রৈখিক বেগ = 40074 * 1000 m / 86164 s = 465.1 ms-1


তাহলে কেন্দ্রবিমুখী ত্বরণ,

= v-2/r = (465.1)2 / (6378 * 1000)


= 0.0339 m/s2


এর তুলনায় অভিকর্ষজ ত্বরণ g = 9.81 ms-2 প্রায়


9.81/0.0339

= 289.38 গুণ বেশি শক্তিশালী।


তাই আমরা ছিটকে পরি না।

 


সোর্স:

https://pwg.gsfc.nasa.gov/stargaze/Srotfram1.htm


নাইম হোসেন ফারুকী, 

ব্যাঙের ছাতার বিজ্ঞান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন