নখে সাদা দাগ দেখা দিলে নতুন জামা পাওয়ার মিথ


লেখকঃ জান্নাতুল ফেরদৌস লিয়া

নখে সাদা দাগ দেখা গেলে নতুন জামা পাওয়ার ধারণাটি ছোটোবেলার ভুল ধারণাগুলোর অন্যতম। কিন্তু কেন এই দাগ হয়?

চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’৷

নখে সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব নয়৷ 

কারণগুলোর মধ্যে আছে–

◾এলার্জির প্রতিক্রিয়া, 

◾ছত্রাকের আক্রমণ, 

◾নখে আঘাত,

◾খনিজ স্বল্পতা,

◾কিডনি বা হৃদযন্ত্রের সমস্যা।


অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷ অনেক সময় নেইল পলিশ বা নেইল পলিশ রিমুভারের কারণেও এমনটা হতে পারে।


ছত্রাকের সংক্রমণে পায়ের নখে সাদা ডট দেখা যায়। নখ পুরু ও ভঙ্গুর হয়।

 

আপনার নখটি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনি সমস্যা অথবা হার্টের সমস্যা৷

 

যখন এই সাদা দাগগুলি সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে৷


Source : https://www.healthline.com/health/white-spots-on-nails

https://m.somoynews.tv/pages/details/101850



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন