বিড়াল কেন একদৃষ্টিতে তাকিয়ে থাকে? সে কি ভূত দেখতে পায়?

 

লেখকঃ জান্নাতুল ফেরদৌস লিয়া

🔸

একদৃষ্টিতে তাকিয়ে থাকার অনেক অর্থ হতে পারে।


🐱 আপনার বিড়ালটি যদি আপনার দিকে তাকিয়ে থাকে, এর মানে হয়তো সে আপনাকে মনে করিয়ে দিচ্ছে, এখন তার খাওয়ার সময়!


🐱 বিড়ালের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি। তাছাড়া তারা খুব অনুসন্ধিৎসু। তারা এমন কিছু দেখতে পায় যা মানুষ পায় না। যেমন ঘরের অপর প্রান্তে থাকা ক্ষুদ্র মাকড়শার জাল বোনা থেকে শুরু করে  বাইরের একটি ক্ষুদ্র ধুলিকণায় সূর্যের আলোর প্রতিফলন। এসব আমাদের কাছে নিতান্তই তুচ্ছ মনে হলেও বিড়ালের জন্য বিশাল কিছু। তার অনুসন্ধিৎসার জন্যও সে এমনটা করে থাকে আর এই স্বভাব তার টিকে থাকায় সহায়ক।


🐱 এক গবেষণায় দেখা গেছে বিড়াল অতিবেগুনি রশ্মি দেখতে পায়। বিড়ালের চোখে মানুষের তুলনায় বেশি পরিমাণে আলোক-সংবেদী রড কোষ থাকে। এসব কোষ তাদের মৃদু আলোতেও দেখতে সাহায্য করে।


🐱 বিড়াল এমন সব শব্দও শুনতে পায় যা আমরা শুনি না। যখন আপনি দেখছেন বিড়াল একদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে, আসলে সে হয়তো মনোযোগ সহকারে কোনো শব্দ শুনছে যা আমরা শুনি না।


🐱 বিড়ালের মস্তিষ্ক রহস্যময় যা বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে পারেননি। কোনো উদ্দীপক বস্তুর গন্ধ বিড়ালের আগ্রহকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখতে সক্ষম। সুতরাং যখন বিড়ালটি কোনো দেয়ালের দিকে তাকিয়ে থাকে তখন হয়তো সে কোনো রহস্য উদ্‌ঘাটনে ব্যস্ত থাকে!


🐱 অথবা, বিড়ালরা যখন বিপদ অনুভব করে তখনও সেভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। বিপদ কেটে গেছে মনে হলেই তারা নড়ে।


🐱 বিড়ালরা শিকারের দিকে নজর রাখতে সিদ্ধহস্ত। যদিও আপনার বিড়ালটি জঙ্গল থেকে দূরে, তবু তার মধ্যে পূর্বপুরুষের প্রবণতাটুকু রয়ে গেছে। জঙ্গলে একদৃষ্টিতে তাকিয়ে থাকার প্রবণতাটুকু তাদের টিকে থাকার জন্য অনেক বেশি দরকার। 

কাজেই একদৃষ্টিতে তাকিয়ে থাকা নিয়ে ভয়ের কিছু নেই।


🐱 তবে কখনো কখনো একদৃষ্টিতে তাকিয়ে থাকা feline hyperesthesia syndrome-এর লক্ষণও হতে পারে। লক্ষণগুলো হচ্ছে–

▪নিজের লেজে আক্রমণ করা,

▪চোখের পিউপিল বড়ো হওয়া,

▪জোরে আওয়াজ বা চিৎকার করা,

▪স্পর্শের প্রতি সংবেদনশীল হওয়া ইত্যাদি।

 এসব লক্ষণ থাকলে ভেটের সাথে যোগাযোগ করা উচিত।


⤵Source :

https://drmartypets.com/cat-staring-at-me/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন