মেগাপিক্সেল মিথ

নাইম হোসেন ফারুকী


মেগাপিক্সেল নিয়ে কিছু কথা-

১. মেগাপিক্সেল বাড়লেই ছবির কোয়ালিটি ভালো হয় না। বরং ছোট সেন্সরে বেশি পিক্সেল ঢোকালে কোয়ালিটি খারাপ হতে পারে। প্রতি পিক্সেলের সাইজ ছোট হয়ে গেলে নয়েজ বাড়ে, অনেক প্রসেসিং করা লাগে।


২. একই ছবিতে নানান রং মেগাপিক্সেলের জন্য হয় না, কালার ডেপথের জন্য হয়।


৩. একই আলো অন্ধকারের পার্থক্য, আলোতেও ডিটেইল অন্ধকারেও ডিটেইল ফুটে ওঠে মেগাপিক্সেলের জন্য না, ডায়নামিক রেঞ্জের জন্য।


৪. রাতে ভালো ছবি ওঠাও মেগাপিক্সেলের জন্য না, লো লাইট নয়েজ সেন্সিটিভিটির জন্য। বেশি মেফাপিক্সেল উল্টা ক্ষতি করে এক্ষেত্রে।


৫. সেন্সরের রেজোলিউশন যতই হোক, লেন্সের রেজোলিউশন সেটাকে লিমিট করে দেয়। সেটা বেশি না হলে সেন্সরের রেজোলিউশন কাজের না।

নাইম হোসেন ফারুকী 

ব্যাঙের ছাতার বিজ্ঞান



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন