লেখকঃ সমুদ্র জিৎ সাহা
La Casa de Papel বা Money Heist শুদ্ধ বিজ্ঞান মেনে করলে সিজন ৩ তেই শেষ হয়ে যেত ;)
কীভাবে?
সিজন ৩ এপিসোড 5 এ দেখা যায় Heist এর দলের এক সদস্য বোগতা পানিপূর্ন ঘর/সেইফ/সিন্দুকের ভেতরে একটা সিন্দুকের গেট খোলার জন্য প্লাস্টিক এক্সপ্লোসিভ সেট করে ঘরের কোনায় এসে লুকিয়ে যান, ফলে বিস্ফোরণে তার কোন ক্ষতি হয়না। আসলেই কী তাই হবে?
বিজ্ঞান মতে তার সেই বিস্ফোরনে মরে যাওয়ার কথা।
কারন বাতাস কম্প্রেসেবল/সংকোচনযোগ্য, বিস্ফোরনের ফলে বোমার সাথে লেগে থাকা বাতাসে প্রচন্ড জোড়ে পুশ করলে বাতাস সংকুচিত হয়, সরে যায়, যথেস্ট শক্তিতে পুশ ব্যাক করতে পারেনা। ফলে বাতাসে বোমার শক্তি একটু দূরেই হারিয়ে যায়।
অন্যদিকে পানি কম্প্রেসেবল/সংকোচনযোগ্য না। ফলে তরংগের/বিস্ফোরনের শক্তি হারিয়ে যায় না। যেজন্য পুকুরে ছোট বোমা ফাটালে মাছ মরে ভেসে ওঠে।
মার্ক রোবারের ভিডিওতে সুন্দর স্লো মোশন ভিডিও করে এটা দেখানো হয়েছে।
https://www.youtube.com/watch?v=W4DnuQOtA8
সমুদ্র জিৎ সাহা,
ব্যাঙের ছাতার বিজ্ঞান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন