স্পেসে কোনো গ্রাভিটি নেই

সিয়ামুজ্জামান শুভ


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) নভোচারীদের ভেসে বেড়ানো দেখে ছোটোবেলা থেকেই আমাদের অনেক ধারণা হয়ে যায় যে, স্পেসে বোধহয় কোনো গ্রাভিটি নেই। আদতে সেখানে মাইক্রোগ্রাভিটি কাজ করে, অর্থাৎ মহাকর্ষের টান কম অনুভূত হয়। কথা হচ্ছে, মহাকর্ষ আছে বলেই স্পেস স্টেশন পৃথিবীর চারদিকে ঘুরপাক খেতে পারে। আর দূরের যাত্রাপথে কোনো স্পেসপ্রোব সৌরজগতের অন্যান্য গ্রহের মহাকর্ষকে কাজে লাগিয়ে "ফ্লাই বাই" করে জ্বালানি বাঁচিয়ে গতিবৃদ্ধি করার জন্য।  আর নিউটনের মহাকর্ষ সূত্রে তো বলাই আছে যে, যেখানে ভরযুক্ত দুই বা ততোধিক বস্তু থাকবে, সেখানেই মহাকর্ষের টান অনুভূত হবে। অল্প পরিমাণে হলেও মহাকর্ষ রয়েছে স্পেসের সবখানে আর হ্যাঁ, এর পাল্লা অসীম।


রেফারেন্স: মিথটার রেফারেন্স কোথা থেকে দিবো বুঝতে পারছি না, এটার নির্দিষ্ট সোর্স খুঁজে পাওয়া মুশকিল।  ধারণা করছি, কমবেশি সবাই অবগত আছে এই মিথটার ব্যাপারে। আর সত্য তথ্যের রেফারেন্স অষ্টম শ্রেণির "বিজ্ঞান" বই।

সিয়ামুজ্জামান শুভ,

ব্যাঙের ছাতার বিজ্ঞান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন