গোল্ডফিশের স্মৃতিশক্তি মাত্র ৩ সেকেন্ড

মারফুল জাহান মারফি।

 





না, ভাই। গোল্ডফিশের স্মৃতিশক্তি এত কম নয়। আবার অনেকেরই ধারণা, এটি প্রতি মিনিটে/সেকেন্ডে ১৬২০টি স্মৃতি ভুলে যায়। কেউ কোনো কিছু স্মরণে না আনতে পারলে কখনো কখনো তাকে ঠাট্টা করে বলা হয় তার ‘গোল্ডফিশ মেমোরি’। 


সে যাহোক, বাস্তবে গোল্ডফিশের স্মৃতিশক্তি আসলে এত কম নয়। গোল্ডফিশ কোনো ঘটনা কমপক্ষে তিন মাস পর্যন্ত মনে রাখতে পারে। এরা বিভিন্ন আকৃতি, রং ও শব্দের মধ্যেও পার্থক্য করতে পারে।


গবেষণায় পাওয়া যায়, গোল্ডফিশ কিংবা অন্য যে-কোনো মাছ তাদের খাবার প্রাপ্তির ভিত্তিতেও স্থান মনে রাখে। মাছদের কয়েকদিন একটি নির্দিষ্ট স্থানে খাবার দিলে কয়েকদিন পর মাছগুলো ঠিকই সেই একই জায়গায় এসে খাদ্য অনুসন্ধান করবে। 

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই স্মরণকাল ১২ দিন পর্যন্ত হতে পারে। যা অন্তত ‘তিন সেকেন্ড’ সময়ের চেয়ে অনেক বেশি। কাজেই, গোল্ডফিশের স্মৃতিশক্তি মাত্র ৩ সেকেন্ড এটি একটি অতি উত্তম গুজব।



সোর্স:

https://bn.wikipedia.org/wiki/গোল্ডফিশ

https://blogs.unimelb.edu.au/sciencecommunication/2019/10/27/how-long-is-a-goldfishs-memory/


https://www.abc.net.au/news/2008-02-19/goldfish-three-second-memory-myth-busted/1046710



মারফুল জাহান মারফি
ব্যাঙের ছাতার বিজ্ঞান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন