তুলসী পাতা কি রেডিয়েশন রোধ করতে পারে?

লেখকঃ খন্দকার আবু শিহাব


১৭ ই নভেম্বর, ২০১৯ সালে ইউডুপির এক সম্মেলনে বাবা রামদেব দাবি করেন, তুলসী পাতার সাহায্যে মোবাইলের রেডিয়েশন রোধ করা সম্ভব। তার মতে,তিনি এটাকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করে দেখিয়েছেন।তিনি একজন ব্যক্তিকে ডাকলেন। তার এক হাতে একটি ফোন ধরিয়ে দিলেন এবং অপর হাতটিকে উপরে উঠিয়ে রাখতে বললেন। যে হাতে মোবাইল ছিল না, তিনি সে হাতে তিনি চাপ দিলেন, দেখা গেল হাতটি সহজে নীচে নেমে যাচ্ছে। এরপর তিনি মোবাইলটির পশ্চাৎদেশে তুলসী পাতা লাগিয়ে দিয়ে একই ভাবে তিনি অপর হাতে চাপ দিতে থাকেন। এবার দেখা যায়, তিনি আর হাতটি নামাতে পারছেন না। এভাবেই রামদেব প্রমাণ করলেন, তুলসী রেডিয়েশন প্রতিরোধ করতে পারে[১] ।পরবর্তীতে ইন্ডিয়া টিভি তে তিনি একই কায়দায় তুলসী দ্বারা রেডিয়েশন রোধ করে দেখান[২]। 

.

রামদেবের দাবিটিকে ভুল প্রমাণ করেছেন যুক্তিবাদী প্রেফেসর নরেন্দ্র নায়েক। তিনি এফআইআরএ  
(Federation of Indian Rationalist Associations) -এর সভাপতি। পূর্বে এনডিটিভি 'র মুকাবিলা অনুষ্ঠানে যখন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি -র সভাপতি প্রবীর ঘোষ তাকে নানারকম প্রশ্ন করতে থাকেন আর্য়ুবেদ ও ইয়োগা নিয়ে। তিনি বরাবর প্রবীর ঘোষকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন এবং মিস্টার ঘোষ কে মেডিকেল সায়েন্স সমন্ধে অজ্ঞ একজন ব্যক্তি হিসেবে সম্বোধন করেছেন। সেদিন উপস্থিত কিছু কুসংস্কারাচ্ছন্ন ডাক্তারের কারণে তিনি মোটামুটি রেহাই পেয়ে যান। কিন্তু এবার সেরকমটা হবে না। কারণ নরেন্দ্র নায়েক বায়োক্রেমেস্ট্রির শিক্ষক এবং তিনি একটি মেডিকেল কলেজে লেকচারার পদে চাকরিও করেছেন।[৬]

চলুন এবার বৈজ্ঞানিক আলোচনায় প্রবেশ করি। মোবাইল ফোন মূলত রেডিও তরঙ্গের মাধ্যমে প্রেরক ও প্রাপকের মাঝে সম্পর্ক স্থাপন করে। আমাদের চারপাশের অনেক যন্ত্রই এরকম তরঙ্গ নি:সরণ করে থাকে। মোবাইল ফোনের রেডিও তরঙ্গের কম্পাঙ্কের মাত্রা ৮০০-৯০০ MHz। মোবাইল ফোনে কথা বলার সময় রেডিও তরঙ্গ আমাদের স্বরকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে। সুতরাং যদি রেডিয়েশন না হয় তাহলে আমরা একে - অপরের সাথে যোগাযোগ করতেই পারব না।
রেডিয়েশন পারমাণবিক বোমা থেকেও হয়, মোবাইল থেকেও হয়। তবে এ দুটো যন্ত্র হতে নির্গত রশ্মির মাঝে পার্থক্য রয়েছে। ফিশন বিক্রিয়ার পারমাণবিক বোমা হতে গামা রশ্মি নির্গত হয়। মোবাইল হতে নির্গত হয় রেডিও ওয়েভ। গামা হলো আয়োনাইজড তরঙ্ক। অপরদিকে রেডিও ওয়েভ হলো নন- আয়োনাইজড তরঙ্ক। Electromagnetic - Spectrum দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। রেডিও ওয়েভের তরঙ্ক দৈর্ঘ্য অন্যান্য রশ্মির তুলনায় অনেক বেশি, তাই এর শক্তিও অনেক কম।এটি আমাদের দেহের কোনোরূপ ক্ষতি করে না। অপরদিকে গামা রশ্মির তরঙ্ক দৈর্ঘ্য কম, তাই এর শক্তিও অনেক বেশি। এই গামা রশ্মি আমাদের ডিএনএ -এর গঠন পরিবর্তন করে খারাপ মিউটেশন সংঘটিত করতে সক্ষম (এর ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হয়)। মোবাইল ফোনের ব্যবহারের ফলে ব্রেইন ক্যানসার বা ব্রেইন টিউমারের মতো কোনো রোগ হওয়ার সম্ভবনাও নেই। [৮][৯]

.
রামদেবকে ভুল প্রমাণ করার জন্য প্রফেসর নরেন্দ্র নায়েক একটি ফোনকে তুলসী পাতা দিয়ে সম্পূর্ণ আবৃত করে দেন। তারপর একজনকে ফোন দিতে বললেন।ফোনটি বেজে উঠল।সুতরাং,রেডিয়েশন রোধ হয়নি। তিনি অনেকগুলো তুলসী পাতা দ্বারা আরও ভালো করে ফোনটি আবৃত করে দেন। এবারও ফোন দেওয়া হলে ফোনটি বেজে উঠল। সুতরাং,এবারও রেডিয়েশন রোধ হয়নি।
পরবর্তীতে তিনি অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা ফোনটি আবৃত করলেন। এবার কল দেওয়া হলে, ফোনটি আর বেজে উঠল না।সুতরাং রেডিয়েশন সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব হয়েছে।

প্রকৃতপক্ষে রেডিয়েশন না হলে আমরা একে - অপরের সাথে যোগাযোগ করতেই পারব না।  

.
এসব জানার পরও রামদেব তার ভুল স্বীকার করেননি। তার মতে,তুলসীর অনেক গুণাগুণ রয়েছে। এটি রেডিয়েশন রোধ সহ আরও অনেক বড় বড় কাজ করতে সক্ষম।[৭]

তবে উপরক্ত বৈজ্ঞানিক আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, রামদেবের দাবিটি ভুল এবং ভিত্তিহীন। 

.
তথ্যসূত্রঃ 
[১]https://youtu.be/VztXnvRRsHA
[২]https://youtu.be/TE6IMMeOVu0
[৩]https://youtu.be/63-M6XdD1NA
[৪]https://www.thehindu.com/news/national/karnataka/rationalist-narendra-nayak-debunks-baba-ramdevs-claim-on-tulasi-stopping-mobile-radiation/article30006580.ece
[৫]https://www.thenewsminute.com/article/karnataka-rationalist-debunks-ramdev-s-tulsi-prevents-radiation-claim-112621
[৬]http://www.mangaloretoday.com/main/Rationalist-Prof-Narendra-Nayak-debunks-Baba-Ramdev-claim.html
[৭]https://www.thehindu.com/news/national/karnataka/ramdev-sticks-to-his-stand/article30010381.ece
[৮]Frei, P., Poulsen, A. H., Johansen, C., Olsen, J. H., Steding-Jessen, M., & Schüz, J. (2011, October 20). Use of mobile phones and risk of brain tumours: Update of Danish cohort study. BMJ.
[০৯]]Little, M. P., Rajaraman, P., Curtis, R. E., Devesa, S. S., Inskip, P. D., Check, D. P., et al. (2012, March 8). Mobile phone use and glioma risk: comparison of epidemiological study results with incidence trends in the United States. BMJ.

খন্দকার আবু শিহাব,
ব্যাঙের ছাতার বিজান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন